
শাহীন রেজা টিটু, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবি( ৪৮) ও পৌর যুবলীগের সহ সভাপতি মাঞ্জুল হক মাঞ্জু(৪০) কে আটক করা হয়েছে।
জানা যায়, সোমবার উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা মিটিং শেষে বাড়িতে ফেরার পথে জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবিকে নবীনগর থানা পুলিশ আটক করে। এদিকে পৌর যুবলীগ নেতা মাঞ্জুল হক মাঞ্জু( ৪০) কে তার নিজ বাড়ি থেকে রাত ২ টায় যৌথ বাহিনী আটক করে পুলিশে হস্তান্তর করে।
দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক যায়যায়কালকে বলেন, বিটঘর ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুরের মামলায় চেয়ারম্যান রবিউল রবিকে ও দেশী অস্ত্র মামলায় মঞ্জুল হক মঞ্জুকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক জিনদপুর ইউনিয়নের বাসিন্দারা চেয়ারম্যানকে গ্রেফতার করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা রাজনৈতিক প্রতিহিংসা সংক্রান্ত মামলা। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।
এদিকে পৌর যুবলীগ নেতা মঞ্জুল হক মঞ্জুকে ছাড়িয়ে নিতে তার এলাকার লোকজন থানায় ভিড় জমাতে দেখা গেছে।
এ সময় এলাকার লোকজন জানান, মাঞ্জু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।