নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রোববার সকাল ৯টার দিকে কাইতলা উত্তর ইউনিয়নের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামে এই ঘটনা ঘটে৷ গৃহবধূ সুমাইয়া ব্রাহ্মণহাতা গ্রামের কাউছার মিয়ার স্ত্রী।
জানা যায়, কাউছার মিয়ার সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ভালো ছিল। পারিবারিকভাবে তাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। এমনকী স্বামী-স্ত্রী একসঙ্গে শনিবার রাতে ছবিও তুলেছিলেন। সকালে কাউছার মিয়া কৃষি জমিতে কাজ করতে গেলে ঐ ফাঁকে তার স্ত্রী সুমাইয়া আক্তার গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর থেকে স্বামী কাউছার মিয়া আত্নগোপনে রয়েছেন। পরে নবীনগর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর সঠিক সত্যতা পাওয়া যাবে। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।