শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বিশাল গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নবীনগর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি : বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শতশত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণ মিছিলের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর)আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীরমুক্তিযোদ্ধা এডঃ আখতার হোসেন সাঈদ। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।
সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা(এমপি)।

নবীনগর উপজেলা জাসদের সভাপতি সফিকুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক এম কে জসিম উদ্দিন উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর)আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা এডঃ আখতার হোসেন সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্যকার নাদের চৌধুরী,যুগ্ন সাধারণ সম্পাদক মির্জা মোঃ আনোয়ারুল হক,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও জাতীয় কৃষক জোটের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন কাউছার,বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ) সভাপতি রাশেদুল হক ননী,ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসদের সহ সভাপতি ইয়াকুব আলী মাষ্টার,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,দপ্তর সম্পাদক ওমর ফারুক জুন্নুন,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কফিল উদ্দিন,মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাকসুদা বেগম,জাসদ নেতা জিয়া কারদার নিয়ন, নবীনগর উপজেলা জাসদ নেতা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সাহন প্রমুখ,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নবীনগর উপজেলার সভাপতি ডাঃ মোহাম্মদ ইসহাক,প্রভাষক জামাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এক সময়ের তুখর জাসদ নেতা আলহাজ্ব জিয়াউল হক সরকার ও ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলম।

বক্তারা দেশের গণমানুষের কল্যাণ নিশ্চিত করতে সেই ৫১ বছর আগে জাসদের প্রতিষ্ঠালগ্ন থেকে অধ্যাবধি লড়াই সংগ্রামের মধ্য পরিচালিত জাসদের নিহত সকল নেতা কর্মীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে,ভবিষ্যতে নবীনগরের জাসদের সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
নির্বাচন বানচাল প্রতিহত করা,দুর্নীতি ও লুটপাট বন্ধ করে,বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি দাবি জানান।
পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে জাসদের হারানো আসনটি পুনরুদ্ধার করে নবীনগরে সুশাসন প্রতিষ্ঠা করতে সহায়তা করতে জোট নেতাদের নিকট জোর দাবি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ