
মমিনুল হক রুবেল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদল এর নির্দেশে জামাত বিএনপির নৈরাজ্য রুখে দিতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে শান্তির সমাবেশ করেছে।
৩১ অক্টোবর(মঙ্গলবার) সকালে উপজেলা আওয়ামী লীগের নেতকর্মীদের উপস্থিতিতে বিশাল বিক্ষোভ মিছিলটি উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যলয়ে এসে শান্তির সমাবেশ করে। এসময় তারা বর্তমান সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে ও অবরোধের নামে জামাত বিএনপির নাশকতা রুখে দিতে নানান স্লোগানে মুখরিত করে। এতে উপস্থিত ছিলেন, নবীনগর পৌরসভার মেয়র এড.শিব শংকর দাস, উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ভিপি আব্দুর রহমান,উপজেলা আওয়ামী লীগের নারী নেত্রী শামসুননাহার বেগম,যুবলীগ সভাপতি শামস্ আলম,সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিপন,সাবেক ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল রুমান, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক,নূর আলম,চাঁন বাদশা প্রমুখ।