
খাইরুল হাসান, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক নববধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামের সাদেক মিয়ার মেয়ে গতকাল রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র ২৫ দিন আগে ওই নববধূর বিয়ে হয় একই উপজেলার গোসাইপুর গ্রামের গাজী মিয়ার ছেলে আতিকুরের সঙ্গে। বিয়ের অল্পদিনের মধ্যেই এমন মর্মান্তিক ঘটনার কারণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে কোনো কারণ জানানো হয়নি। তবে স্থানীয়দের দাবি, পারিবারিক কলহ বা মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
এ বিষয়ে নবীনগর থানা পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
প্রতিবেশীরা জানান, নববধূটি স্বভাবগতভাবে শান্ত-ভদ্র ছিলেন। হঠাৎ তার এমন সিদ্ধান্তে সবাই হতবাক।
মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।