বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে নৌকাকে বিজয়ী করার আহবান জানালেন স্থানীয় মুক্তিযোদ্ধারা

নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে এবার এক ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ থেকে নৌকা প্রতীকের প্রার্থী ফয়জুর রহমান বাদলকে বিপুল ভোটে বিজয়ী করার উদাত্ত আহবান জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
আজ বৃহস্পতিবার দুপুরে শ্যামগ্রাম বাজারে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের প্রার্থী, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য, জননন্দিত জননেতা ফয়জুর রহমান বাদলকে বিজয়ী করার লক্ষে আয়োজিত বিশাল এক মুক্তিযোদ্ধা সমাবেশ থেকে এ আহবান জানানো হয়।
শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে নৌকার ওই নির্বাচনী প্রচারণা সভায় ‘প্রধান অতিথি’ ছিলেন মুক্তিযোদ্ধা সমাবেশের মূল উদ্যোক্তা, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসদের সাবেক সভাপতি ও জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মিন্টু ভৌমিক।
নবীনগরের সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু ও মুক্তিযোদ্ধা সন্তান আব্বাস উদ্দিন হেলালের যৌথ সঞ্চালনায় এ সমাবেশে নৌকার প্রার্থী ফয়জুর রহমান বাদলের ‘প্রতিনিধি’ হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নোয়াফ সভাপতি মো. সফিকুল ইসলাম শফিক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক প্রবীর ভট্টাচার্য, থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম শাহন,বীর মুক্তিযোদ্ধা শেখ নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডা. নোয়াব আলী, শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ধনু মেম্বার, শ্যামগ্রাম ইউপির চেয়ারম্যান সামসুজ্জামান খান মাসুম, নবীনগর মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক নুরুন্নাহার বেগম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য টিটন চন্দ্র পাল, নবীনগর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম পল্টু, ইউনিয়ন সহিলা আওয়ামীলীগ সভাপতি ফাতেমা আক্তার প্রমুখ।
মুক্তিযোদ্ধা সমাবেশে থেকে বক্তারা আগামি ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সার্জেন্ট, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের যোগ্য সন্তান, নৌকার প্রার্থী ফয়জুর রহমান বাদলকে দ্বিতীয়বারের মতো আবারও বিপুল ভোটে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানান।
মুক্তিযোদ্ধা সমাবেশের মূল উদ্যোক্তা, ৮২ বছর বয়স্ক শ্যামগ্রামের সন্তান, জেলা জাসদ নেতা, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মিন্টু ভৌমিক বলেন,’একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার সহযোদ্ধা আরেকজন বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান, ফয়জুর রহমান বাদলকে সম্মানিত করার চেষ্টা করেছি। আগামি ৭ জানুয়ারি যেন ভোটাররা দ্বিতীয়বারের মতো আবারও বিপুল ভোটে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাঁকে (বাদল) জয়যুক্ত করে প্রকৃতপক্ষে দেশের শ্রেষ্ঠ সন্তান খ্যাত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেন, আমি সেই ভাবনা ও চেতনা থেকেই আজকের এই মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছি। আমার দৃঢ় বিশ্বাস, ভোটাররা একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এবারও নৌকার প্রার্থী, জনপ্রিয়তায় শীর্ষে থাকা, জননন্দিত জননেতা ফয়জুর রহমান বাদলকে বিপুল ভোটে জয়যুক্ত করে জাতীয় সংসদে পাঠাবেন।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ