মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি ড্রেজার মেশিন জব্দ সহ ১৭৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।আজ বৃহস্প্রতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকানী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে,তিতাস নদীতে লাইফ জ্যাকেটবিহীন স্পীডবোট চলায় ও অতিরিক্ত যাত্রী বোঝাই করে নৌযান চলাচল করায় অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ অনুযায়ী ৮ টি মামলায় ১৭৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন নবীনগর সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। এছাড়াও নবীনগর পশ্চিম মধ্যপাড়ায় অবৈধ ভাবে ড্রেজার চালানোর দায়ে ঘটনাস্থলে কাউকে না পেয়ে ঐ ড্রেজার মেশিনটি জব্দ করেন।
এবিষয়ে নবীনগর সহকারী কমিশনার(ভূমি) মাহমুদা জাহান জানান,জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।