বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরে ফসলি জমির মাটি কাটা বন্ধ করতে এমপির কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : ড্রেজারের মাধ্যমে বেআইনিভাবে ফসলি জমি থেকে মাটি কেটে জমি নষ্ট করার অপরাধে সেই জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে সাংবাদিকসহ স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমকে এ নির্দেশনা দেন তিনি।

স্থানীয়রা জানান, ইদানীং নবীনগর উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই ফসলি জমির মাটি কেটে মোটা অঙ্কের টাকায় বিক্রি করার মহোৎসব চলছে। এ পরিপ্রেক্ষিতে অনুমতিবিহীন মাটি কাটার এ অবৈধ ব্যবসা বন্ধের দাবি করেন তারা।

জানা যায়, অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এলেও তেমন সুফল পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সাংবাদিকরা বিষয়টি নিয়ে সংসদ সদস্যকে জানালে, তিনি প্রশাসনকে কঠোর নির্দেশনা দেন।

এমপি বাদল বলেন, ‘ফসলি জমির মাটি কাটার সঙ্গে জড়িত ক্রেতা-বিক্রেতা উভয়কেই আইনের আওতায় এনে নিয়মিত মামলা দিতে হবে। তা হলেই এসব বন্ধ হবে।

ইউএনও তানভীর ফরহাদ শামীম এ নির্দেশ যথাযথভাবে মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এলজিইডির চট্টগ্রাম বিভাগীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পিডি প্রকৌশলী আমিনুর রশীদ, নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ নসুসহ স্থানীয় নেতারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *