এম নুরুল আলম সরকার, ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরবাসীর ভোগান্তি নিরসনে আলিয়াবাদ হতে কাউতলী-সলিমগঞ্জ-বিশনন্দী ফেরীঘাট পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশার ন্যায্য ভাড়া নির্ধারণে উপজেলা প্রশাসন গণশুনানি গ্রহণ করা হয়েছে।
প্রায় কাছাকাছি সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর ভায়া রাধিকা রুটে লোকাল বাস সার্ভিস চালু করার প্রস্তাব উপজেলা প্রশাসন বরাবর দাখিল করে। গত ১৯ ডিসেম্বর আলিয়াবাদ গোলচত্বরে বড় আয়োজনে লোকাল বাস সার্ভিস চালুকরণের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। কিন্তু রুট পারমিট প্রাপ্তির লক্ষ্যে প্রস্তাব দাখিলকারীকে জেলা প্রশাসন বরাবর আবেদন করতে বলা হয়। ইতোমধ্যে এই রুটে লোকাল বাস সার্ভিস চালু করার নিমিত্ত জেলা উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের সাথে ইউএনও হিসেবে একাধিকবার কথা বলেছি।
ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর ভায়া রাধিকা রুটে লোকাল বাস সার্ভিস চালু হলে সর্বোচ্চ ভাড়া নির্ধারিত হবে মাত্র ৫০ (পঞ্চাশ) টাকা। সেক্ষেত্রে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া এমনিতেই কমে আসবে।
ইউএনও রাজীব চৌধুরী যায়যায়কালকে বলেন, উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত উদ্যোগ যাতে টেকসই হয় সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। দেশের বর্তমান প্রেক্ষাপটে কোন ধরনের বিতর্ক ও অস্থিরতা ছাড়াই আমরা সকল পক্ষের জন্য একটি স্থায়ী এবং যথাযথ সমাধান খুঁজে পেতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, আমরা থেমে নেই। যদি কোনো কারণে নিকট ভবিষ্যতে এই রুটে লোকাল বাস সার্ভিস চালু না হতে পারে সেক্ষেত্রে একটি ভাড়া নির্ধারণ কমিটি গঠনের মাধ্যমে সিএনজিচালিত অটোরিকশার ন্যায্য ভাড়া নির্ধারণপূর্বক আমরা তা বাস্তবায়ন করার চেষ্টা করবো। তবে আমাদের অগ্রাধিকার হবে এই রুটে অতিদ্রুত বাস সার্ভিস চালু করা। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ হতে নবীনগর উপজেলার সকল সেক্টরের সচেতন নাগরিকের সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।