শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নবীনগরে বিরামহীন ছুটে চলছেন বিএনপি নেতা সায়েদুল হক

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: তিতাস ও মেঘনা পাড়ের ইতিহাস ঐতিহ্যের তীর্থ ভূমি নবীনগর। ব্রাহ্মণবাড়িয়া জেলার বৃহত্তর এই উপজেলা নানা কারণে সুখ্যাতি রয়েছে। শিক্ষা, সংস্কৃতি, বিনোদন ও অলি আউলিয়ার সূফি সাধকদের চারণভূমি এই নবীনগর নানা কারণে বেশ পিছিয়ে রয়েছে।

যোগাযোগ, স্বাস্থ্য, প্রযুক্তির উৎকর্ষতায় বঞ্চিত নবীনগর উপজেলার প্রতিটি এলাকাকে সমৃদ্ধ করতে রাজনৈতিক ও স্ব-উদ্যোগে বিরামহীন ছুটে চলা এক মেধাবী নিবেদিত প্রাণ সায়েদুল হক সাঈদ। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাবেক জিএস ও নবীনগর মহিলা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সায়েদুল হক সাঈদ। তিনি প্রতিনিয়ত মানবিক, সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন। এবার তিনি ছুটে গেলেন ক্রীড়াপ্রেমীদের উৎসাহ দিতে।

শনিবার দিনভর তিনি নানাবিধ কর্মকাণ্ডের মাঝেও উপজেলার বগডহর গ্রামে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাইট শট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলেন।

নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মনা সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সায়েদুল হক সাঈদ বলেন, আমি দীর্ঘদিন ধরে নবীনগরের মানুষের জন্য কাজ করছি। আগামী সংসদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি যদি মনোনয়ন পাই আর আপনারা যদি আমার সাথে থাকেন তবে আপনাদের সমস্যা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি জানি আমাদের সমস্যাগুলো কোথায়। সবাই আমার জন্য দোয়া করবেন। পরে তিনি উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাশারুক গ্রামের সাধক লব শাহ এর বাৎসরিক ওরশে হাজারো জনতার উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তিনি জ্ঞানগর্ভ আলোচনা করেন।

এসময় তার সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাহহার রানা সরকার, ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহিন আহমেদ, বিল্লাল হোসেন মাস্টার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. শামীম, বিএনপি নেতা মো. সোহাগ রানা, ফারুক মিয়া সহ আরো অনেকেই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *