বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরে বৈঠার আঘাতে বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গাছ থেকে পেয়ারা পাড়া নিয়ে তর্কবিতর্কের জেরে বৈঠার আঘাতে আসাদ খান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ আসাদ খান জালশুকা গ্রামের মৃত ইদন খানের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানান, শনিবার সকালে আসাদ খানের বাড়ির পেয়ারা গাছ থেকে প্রতিবেশী শাহীন পেয়ারা পাড়েন। এনিয়ে আসাদ খানের নাতি সাইফুল ইসলামের সঙ্গে বাগবিতণ্ডা হয় শাহীনের। তারপর আসাদ খান শাহীন ও সাইফুলকে যার যার ঘরে ফিরে যেতে বলেন।

এই ঘটনার জেরে শাহীনক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বৈঠা দিয়ে আসাদ খানের বাড়িতে ডুকে তার মাথায় আঘাত করেন। পরে গুরুতর আহত ও অচেতন অবস্থায় আসাদ খানকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

যায়যায়কাল/২৭আগস্ট২০২২/কেএম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ