
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে চলাচলের রাস্তা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ঘুষিতে আবুল খায়ের মিয়া (৪১) নামের আরেক চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ আগস) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বাজারে এই ঘটনা ঘটে।
নিহত আবুল খায়ের উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের আবু সালামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের আবু সালামের ছেলে খায়ের মিয়ার সাথে তার চাচাতো ভাই রফিক মিয়ার সঙ্গে দীর্ঘ দিন ধরে বাড়ির রাস্তার জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলে আসছিলো। সোমবার সকালে স্থানীয় কুড়িঘর বাজারে রাস্তার জায়গা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং কথাকাটাকাটির এক পর্যায়ে রফিক মিয়া আবুল খায়েরকে কয়েকটি কিলঘুষি দিললে সে মাটিতে লুটিয়ে পড়ে। অসুস্থ অবস্থায় বাজারের স্থানীয় বাছির মিয়ার ফার্মেসিতে নিয়ে গেলে এই পল্লি চিকিৎসক আবুল খায়েরকে মৃত ঘোষনা করেন।
নবীনগর শিবপুর ক্যাম্পের ইনচার্জ কামাল সতত্যা নিশ্চিত করে বলেন, আবুল খায়ের সাথে বাড়ির পাশের চাচাতো ভাই রফিকদের সাথে দীর্ঘদিন জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা চলছিলো। সোমবার সকালে কুড়িঘর বাজারে চা দোকানের ভিতরে আবুল খায়ের বসা ছিলো আর দোকানের বাহিরে ছিলেন রফিক মিয়া। চা খেতে খেতে এই দুই ভাই জায়গার ব্যপারে কথা বলা শুরু হলে কথা বলতে বলতে ঝগড়ায় রুপ নিলে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয় তখন রফিক মিয়া আবুল খায়েরকে কিলঘুষি দিলে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় পল্লি চিকিৎসক বাছিরের ফার্মেসিতে নিলে পল্লি চিকিৎক মৃত ঘোষনা করেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে মারা গেছে ময়নাতদন্তের রিপোর্টের পরে জানা যাবে। অভিযুক্ত রফিককে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।