
যায়যায় কাল প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মহর্ষি মনোমোহন দত্তের ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মনোমোহন উৎসব’ অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে ২৩ ও ২৪ জানুয়ারি উপজেলার সাতমোড়া গ্রামে দুই দিনব্যাপী ‘মনোমোহন উৎসব’ অনুষ্ঠিত হয়।
মনোমোহন দত্তের ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মনোমোহন উৎসব ও ধর্মিয় সভায় আনন্দ আশ্রমের সভাপতি সাধ্যি শংকরী দত্তের সভাপতিত্বে উৎসবটির আয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলায় দেশ-বিদেশের বাউল,মলয়া শিল্পী, কবি, সাংবাদিক, সাধু – ফকির এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
প্রতিবছরের মতো এবারো লক্ষাধিক মানুষেন সমাগম ঘটে সাধক মনোমোহন সাধুর আশ্রমে। এছাড়াও দু’দিন সারারাত ব্যাপী দেশ-বিদেশের শিল্পীদের অংশ গ্রহণে মলয়া গানের আসর অনুষ্ঠিত হয়।
উল্লেখ: বিশিষ্ট আধ্যাত্মিক সাধক ও কবি মনোমোহন দত্ত ১৮৭৭ সালে নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর রচিত ‘মলয়া’ গীতিগ্রন্থসহ বিভিন্ন কবিতা আজও মানুষের মনে আলোড়ন সৃষ্টি করে।