
ওয়াহেদুজ্জামান দিপু, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ লাউর ফতেহপুর ইউনিয়ন শাখা’র আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলার বাশারুক বাজার মাঠে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব লীগের সদস্য ও শোক দিবস উদযাপন কমিটর সদস্য সচিব মোহাম্মদ সেলিম রানা’র সঞ্চালনায় উদযাপন কমিটির আহবায়ক ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক লিয়াকত আলী জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম,নবীনগর পৌর আওয়ামীলীগ’র যুগ্ম সাধারন সম্পাদক মো. খায়রুল আমিন, উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রিপন,উপজেলা যুব লীগের সহ-সভাপতি আনিসুর রহমান,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক,লাউরফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগ’র সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ আলম, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ ওমর ফারুক,উপজেলা যুবলীগের সদস্য আবু নছর মেম্বার,উপজেলা যুবলীগের সদস্য মো.আক্কাছ আলি আমিন,
আওয়ামীলীগ নেতা আবু কামাল সরকার,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু মুছা নিরু,মোহাম্মদ গোলাম মোস্তফা,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. এমদাদুল হক,উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য জুনায়েদ আহমেদ রাছেল,উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ শফিউল্লাহ সহ স্থানীয় আওয়ামীলীগ ও তাঁর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাউর ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বাধীন বিপ্লব।সার্বিক সহযোগীতায় মোহাম্মদ শৌকত আলি।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু আওয়ামী রাজনীতির এক ডিকসনারি। বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে যুবলীগের নেতাদের রাজনীতি করতে হবে। মাহন মুক্তিযুদ্ধে বিশাল অবদান, আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে যে ত্যাগ স্বীকার করেছেন, বাঙ্গালী জাতী তা স্বর্নাক্ষরে স্বরণ করবে। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দিন।