
খাইরুল হাসান, নবীনগর: পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামে রাসুলুল্লাহ (সাঃ)-এর জীবন বৃত্তান্ত আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সমাজসেবা ও মানবাধিকার সুরক্ষা উন্নয়ন সংস্থা “সীতারামপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের” আয়োজনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের সম্মানিত ব্যক্তিগণ এবং আলেম-ওলামা।
মুফতি আমিরুল ইসলাম বাজিত পুরি ও আলাল খানের সঞ্চালনায় বক্তারা তাদের বক্তব্যে রাসুলুল্লাহ (সাঃ)-এর জীবন বৃত্তান্ত ও মানবিক আদর্শ এবং সামাজিক ন্যায়বিচারের শিক্ষাকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
তারা বলেন, রাসুলুল্লাহ (সাঃ)-এর আদর্শ অনুসরণ করলেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
সীতারামপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ মারফত আলী, সম্মানিত উপদেষ্টা আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক মোঃ শামীম রাজা সম্মানিত সদস্য মোঃ মাসুম সহ সকল সদস্য বৃন্দ বক্তব্য রাখেন।
২৮ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী ছেলে-মেয়ে অংশ নেয়। ছেলেদের মধ্যে বিজয়ী তিনজনকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণ করে। মেয়েদের মধ্যে বিজয়ী তিনজনকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণ করে। বাকি ১০৬ জন পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার দেওয়া হয়। সীতারামপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর সদস্যরা ২১ জন আলেমকে ক্রেস্ট প্রদান করেন।