খাইরুল হাসান, (নবীনগর) ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার ১০ টায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বৃত্তি পরীক্ষায় উপজেলার ৫৫টি কিন্ডারগার্টেনের প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ১৩০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেছেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী।
সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবু মুসা, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আবু মুসা, নবীনগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবু কামাল খন্দকার, সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তাজুল ইসলাম, হোপের নির্বাহী পরিচালক ও অর্থ সম্পাদক এ কে এম আসাদুজ্জামান কল্লোল, নবীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিকুল ইসলাম ভূঁইয়া মিনাজ, সহ-সাধারণ সম্পাদক সিনিয়র প্রভাষক দেলোয়ার হোসেন, নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি আবু কাওছার। সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দিত, পাশাপাশি অভিভাবকরা ও এই উদ্যোগের প্রশংসা করেছেন।
২০১১ সালে নবীনগর উপজেলা কিন্ডারগার্টেন প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর নবীনগর উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হয়ে থাকে। ইতিমধ্যেই বৃত্তি পরীক্ষা এলাকার অভিভাবকদের মধ্যে সারা জাগিয়েছে। করোনা মহামারী পর থেকে শিক্ষা ব্যবস্থা কিছুটা পিছিয়ে।
শিক্ষার মান উন্নয়নে বৃত্তি পরীক্ষা আয়োজন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আমি সব সময় শিক্ষার পিছনে আছি, আপনারা যেখানে আমাকে শিক্ষা প্রসারের এবং মান উন্নয়নের জন্য ডাকবেন আমি সেখানে উপস্থিত হব এবং এর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।