
নবীনগর প্রতিনিধি: নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর বাজার থেকে আলিয়াবাদ বাজার পর্যন্ত সম্প্রতি সংস্কার করা রাস্তা মাত্র ছয় মাস না যেতেই খানাখন্দে ভরে পড়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ১২নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাকী উদ্দিন ও ঠিকাদারের যৌথ দুর্নীতির কারণে রাস্তাটি নিম্নমানের মালামাল ব্যবহার করে সংস্কার করা হয়েছে।
স্থানীয়দের বক্তব্য, রাস্তার পিচ ঢালাইয়ের মান এতই খারাপ যে অল্প বৃষ্টিতেই বড় বড় খানাখন্দে পানি জমে থাকে। ফলে ছোট যানবাহন চলাচলে বিপদ সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঘটনা ঘটছে। এছাড়া, মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ায় সাধারণ মানুষদেরও বেগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, “রাস্তার এই নাজুক অবস্থার কারণে আমাদের দৈনন্দিন চলাচল কঠিন হয়ে পড়েছে। আমরা চাই রাস্তাটি পুনরায় মানসম্মতভাবে নির্মাণ করা হোক।”
জনগণ নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং রাস্তাটি পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।