
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ প্রতিযোগিতায় মাদ্রাসা ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে সম্মাননা স্মারক ও সনদ উপহার গ্রহণ করলেন উপজেলার সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল। বুধবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আনুষ্ঠানিক ভাবে এ সম্মাননা স্মারক ও সনদ উপহার দেওয়া হয়। প্রধান অতিথি হিসাবে এ উপহার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাত জাহান ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।











