বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরে সাবেক ছাত্রনেতা আবু আব্বাস ভূঁইয়ার গণসংযোগ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য বীর আবু আব্বাস ভূঁইয়া তার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগরে) গণসংযোগ করেছেন।
শনিবার (২১ অক্টোবর) দিনব্যাপী তিনি জেলার নবীনগর উপজেলার দক্ষিণাঞ্চলের তিনটি ইউনিয়নের একাধিক স্থানে নেতাকর্মী ও অনুসারীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই নেতা দুপুর ১২টার দিকে জিনোদপুর ইউনিয়নের বটতলা মোড়ে লিফলেট বিতরণের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন। পথসভা শেষ করে তিনি সেখানকার আহাম্মদপুর গ্রামে গণসংযোগ করেন। সরকারের উন্নয়ন বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি গ্রামের সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করেন। এসময় তার অনুসারী নেতাকর্মীরা মিছিল ও স্লোগান সহকারে গণসংযোগে অংশ নেন।
স্থানীয় লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ওই ইউনিয়ন শাখা আওয়ামী যুবলীগের সাবকে সভাপতি আবু নছর মেম্বার,‌স্থানীয় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহজাহান খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
আবু আব্বাস ভূইয়া বলেন, জননেত্রী শেখ হাসিনা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তাই করেন। তার নেতৃত্বে সারা দেশের মত নবীনগরেও ব্যাপক কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে। বিশেষ করে সারা দেশে মডেল মসজিদ নির্মাণ করার পাশাপাশি গুচ্ছ গ্রাম করে গৃহহীনদের ঘর দেওয়া হয়েছে। তারপরও একটি ধর্মান্ধ মহল সরকারকে ধর্ম বিরোধী বলে নিয়ে নানা অপ্রচার চালাচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *