সোমবার, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নবীনগরে ৪২ তরুণকে সনদ ও অর্থ সহায়তা দিল সার্বজনীন গ্রুপ

খাইরুল হাসান (নবীনগর) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে আয়োজিত ফ্রি ‘উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ কর্মসূচি’র ১৯তম সেশনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে ৪২ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে ১২টি ক্লাসের মাধ্যমে অংশগ্রহণকারীরা আত্মবিশ্বাস বৃদ্ধি, মাইন্ডসেট উন্নয়ন ও বহুমুখী দক্ষতা অর্জনের হাতে-কলমে শিক্ষা নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা এবং সঞ্চালনা করেন জামাল হোসেন পান্না।

স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান ও লেখক মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “আগামী দিনের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তরুণদের অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে হবে। আত্মবিশ্বাসী ও কর্মমুখী তরুণরাই উদ্যোক্তা হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।”

প্রধান অতিথি নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য বলেন, “উদ্যোক্তা হওয়া মানে কেবল ব্যবসা নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়া।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, ব্যবসায়ী মানিক বিশ্বাস, সার্বজনীন ট্রাস্টের পরিচালক আবু কাউছার, প্রশিক্ষক রুমা আক্তার, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন ও সমন্বয়কারী জেমিন আক্তার প্রমুখ।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন অজয় মুখার্জি ও লেখক মোহাম্মদ হোসেন শান্তি, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করায় কান্তি কুমার ভট্টাচার্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজক সূত্র জানায়, ইতোমধ্যে নতুন ব্যাচের (২০তম সেশন) জন্য ৫৫ জন প্রশিক্ষণার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন। তাঁদের উদ্যোক্তা হয়ে ওঠা, মাইন্ডসেট উন্নয়ন ও বহুমুখী দক্ষতা অর্জনে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে।

উল্লেখ্য, সার্বজনীন গ্রুপের এ উদ্যোগ স্থানীয় তরুণদের আত্মকর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ