
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুর (সাতঘরহাটি) সূর্য উদয়ন কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার স্কুল কর্তৃপক্ষের আয়োজনে এ সভায় অংশ নেন শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদানসহ বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
পরিদর্শনকালে দেখা যায়, গ্রামীণ পরিবেশে প্রতিষ্ঠিত হলেও বিদ্যালয়টি শিক্ষার মান, শৃঙ্খলা ও পাঠদানের দিক থেকে শহরের অনেক নামকরা স্কুলের সঙ্গে সমানতালে এগিয়ে চলেছে। শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করছেন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বিদ্যালয়ের সফল পরিচালনায় প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মফিজুল ইসলাম এবং পরিচালক জনাব আনিসুর রহমান সোহাগের নিষ্ঠা ও পরিশ্রম বিশেষভাবে প্রশংসিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক মাওলানা মাসুদুর রহমান খান। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অতিথিরা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিদ্যালয়ের আরও অগ্রগতি কামনা করেন।