মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর নাটঘরে ঐতিহ্যবাহি শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে।
রবিবার মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে। মেলা চলবে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত।
মেলা উপলক্ষে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে মেলা কমিটি।এবার মেলায় উপছে পড়া ভিড় হবে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।ফলে মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে।এদিকে মেলাকে সুষ্ঠু ও সুন্দর ভাবে শেষ করতে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন মেলা কমিটি।
সরেজমিনে গিয়ে দেখা যায়,মেলা উপলক্ষে মন্দীরের চতুৃর পাশে ও নাটঘর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ফার্নিচার, সাজ-বাতাসা, মিষ্টির দোকান, হোটেল, বাহারি খাবারের দোকান, নানা ধরনের খেলনার দোকান গড়ে উঠছে।
পূজা কমিটির সাধারণ সম্পাদক,সুখেন্দ্র সূত্রধর বলেন,আজ শিব চতুর্থশী পূজা উদযাপিত হচ্ছে।আগামীকাল অমাবস্যা পূজা অনুষ্ঠিত হবে।পূজা উপলক্ষে বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা আগমন করবে।পূজা উপলক্ষে প্রায় ১ লাখ ভক্তের আগমন হতে পারে বলে তারা ধারণা করা হচ্ছে।পূজা কে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারের মেলাও বেশ জমজমাট হবে।তবে আমরা সব ধরনের প্রস্তুতি সমপন্ন করেছি।