
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃত্ববৃন্দের উপস্থিতি এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ উজ্জ্বল এর তত্ত্বাবধানে ও সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম মাস্টার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মান্নান।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নবীনগর মহিলা কলেজের সভাপতি সায়েদুল হক সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে জ্ঞান গর্ভ বক্তব্য রাখেন,পাশাপাশি নবীনগর উপজেলাকে একটি সুখী সমৃদ্ধ আধুনিক নবীনগর গঠনের লক্ষ্যে যার যার অবস্থান তুলে ধরেন এবং উপস্থিত গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
ইফতার মাহফিল অত্যন্ত গুছানো ও সুশৃংখলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজক কমিটির সবাই সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ ভাবে দোয়া পরিচালনা করেন নবীনগর এস আর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ বেলায়েত উল্লাহ। দোয়া পরবর্তীতে সকলের মাঝে মুখরোচক ইফতার বিতরণ করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রেসক্লাবের সদস্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।