
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অন্তর্ভুক্ত নয়নপুর গ্রাম বছরের পর বছর উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তা-ঘাটসহ মৌলিক অবকাঠামোর কোনো সঠিক সংস্কার হয়নি দীর্ঘদিন।
প্রায় ৮ বছর আগে সর্বশেষ সংস্কার হলেও এরপর আর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ভারি যানবাহনের কারণে রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত, বৃষ্টিতে ডুবে যায় কাদায়। ফলে গ্রামবাসী প্রতিদিন চরম ভোগান্তি নিয়ে জীবনযাপন করছেন।
গ্রামের প্রধান সড়কগুলো ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। বর্ষাকালে এসব রাস্তা কাদার সাগরে পরিণত হয়, আর শুকনো মৌসুমে ধুলাবালিতে ছেয়ে যায়। শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ প্রতিদিনই ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গেলেই সমস্যায় পড়তে হয়।
শুধু রাস্তা-ঘাট নয়, ড্রেনেজ ব্যবস্থাও অচল হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতেই জমে যায় পানি, সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে জনজীবন হয়ে পড়ে আরও দুর্বিষহ।
গ্রামবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসনের কাছে বারবার আবেদন জানালেও কোনো স্থায়ী সমাধান আসেনি। উন্নয়নের প্রতিশ্রুতি কাগজে-কলমেই সীমাবদ্ধ থেকেছে। অথচ এই গ্রাম থেকে প্রতিদিন শত শত মানুষ শহরে যাতায়াত করেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখেন।
এখন গ্রামবাসীর একটাই দাবি—দ্রুত রাস্তা-ঘাট সংস্কার ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। তারা আশা করছেন, প্রশাসন এবার তাদের দীর্ঘদিনের দুর্ভোগ উপলব্ধি করে কার্যকর পদক্ষেপ নেবে।