বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নরসিংদীর মনোহরদীতে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক টিপুর উপর দুর্বৃত্তদের হামলা

এস আই খান:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোহরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক “সাম্মির রহমান টিপুর” উপর দুর্হাবৃত্তরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সাংগঠনিক কাজে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের নেতা-কর্মীদের বাড়ি ভাংচুর ও লুটপাট কৃত ব্যবসা প্রতিষ্ঠান দেখতে গেলে, একদল উচ্ছৃঙ্খল দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে গুরুতর জখম ও আহত করেছে  সাম্মির রহমান টিপুকে।

পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় সাবেক এই ছাত্রদলের সাধারণ সম্পাদক কে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র নিন্দার ঝড়।

উপজেলা বিএনপি’র শীর্ষস্থানীয় নেতাকর্মীরা বলেন, সাম্মির রহমান টিপু বিএনপি’র দুর্দিনে কারা নির্যাতিত একজন ত্যাগী ছাত্রনেতা,ওয়ান ইলেভেনের পরবর্তী সময়ে মনোহরদী উপজেলা ছাত্রদলকে, বিগত ১৬ বছর যাবত আওয়ামীলীগ সরকারের মামলা হামলা নিপীড়নের মধ্য দিয়েও দলকে সাংগঠনিক ভাবে আগলে রেখেছেন। বিভিন্ন সময় মামলা হামলা এবং হয়রানির শিকার হয়েছেন। ছাত্রনেতা সাম্মির রহমান টিপুর পিতা “আব্দুল খালেক মিয়া” মনোহরদী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক  ও মনোহরদী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।  ছিলেন মনোহরদী উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক।

২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ছিলেন মনোহরদী পৌরসভার সফল মেয়র। টিপুর পারিবারিক সুনাম ও রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দুষ্কৃতিকারীরা তার উপরে অতর্কিত হামলা চালায়, আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যে পরিবারটি আওয়ামী লীগ সরকারের বিগত বছরগুলোতে নির্যাতিত ছিল, বিএনপি’র দুঃসময়ে উপজেলা বিএনপিকে সুসংগঠিত করে রেখেছে।

গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে রাজপথে সরব ভূমিকা পালন করেছিলেন, মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক এই সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ