বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নরসিংদীর রায়পুরায় ১ হাজার ১০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামী গ্রেপ্তার

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা থেকে ১ হাজার ১০ পিস ইয়াবাসহ স্বপন মিয়া (৪৫) নামে ১২ মামলার এক আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।

এর আগে শুক্রবার বিকালে রায়পুরা থানার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত স্বপন মিয়া রায়পুরা থানার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর পশ্চিমপাড়া এলাকার মৃত ফজর আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীরনগর পশ্চিমপাড়ার কোমড়া বিল সংলগ্ন জনৈক মনু মিয়ার বাড়ির সামনের তিন রাস্তার মোড়ে অভিযান চালায় থানা পুলিশ। এসময় মারামারি, হত্যা চেষ্টা, নারী নির্যাতন, অস্ত্র ও বিস্ফোরকসহ ১২ মামলার আসামী স্বপন মিয়াকে আটক করা হয়। পরে তার দখল থেকে ৫টি প্যাকেটভর্তি এক হাজার ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা করা শেষে আসামী স্বপন মিয়াকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ