সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীর শিবপুরে এলপি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ছিনতাই

শিবপুর প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর উপজেলার বাড়ৈ গাও হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন ঢাকা মনোহরদী অঞ্চলিক মহাসড়কের উপর গত ১৫ইং অক্টোবর মঙ্গলবার রাত আনুমানিক ৩ টার সময় ১০/১২ জনের এক দল ডাকাত অস্রের মুখে জিম্মী করে পিক আপ ভ্যান দিয়ে ট্রাক টি দাড় করিয়ে সিলিন্ডার ভর্তি ট্রাক টি আটক করে।

ট্রাকটির নাম্মার ঢাকা -মেট্রো ন-২৩ ৩৩৬৭,
গাড়ির রং নীল, যার আনুমানিক মূল্য ৩০, ০০০০ (ত্রিশ লাখ টাকা) উক্ত ট্র্যাকে ৩৩৬পিস বেক্সিমকো এলপি
গ্যাসভর্তি সিলিন্ডার ছিলো।মংলাবন্দ থেকে কিশোরগঞ্জ তারাইল যাওয়ার উদ্দেশ্যে উক্ত স্থানে পৌছালে ডাকাতরা অস্ত্রের মুখে ট্রাকটি ছিনতাই করে।

এ সময় ট্রাকের ড্রাইভার মো: রুবেল মিয়া ( ২৭) ও হেলপার মো: নয়ন মিয়াকে (২৪) হাত পা বেধে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে বেধরক পিটিয়ে তাদের কাছ থেকে ২টি মোবাইল, নগদ ৩১০০টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তাদেরকে জঙ্গলে ফেলে রেখে মাল ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। ১২ ফুট লম্বা রানার আইছার মডেল ১০৫৫ এই ট্রাক টি ছিনতাই করে নিয়ে যায়। গাড়ির মালিক লোকমান হোসেন, গ্ৰাম, পুরানবাড়ি, পো: আমতলা, উপজেলা, কেন্দুয়া, জেলা, নেএকোনা,ঘটনাটি শুনার পর ৯৯৯ এ ফোন দিলে আধাঘন্টার মধ্যে ঘটনাস্থলে পুলিশ যায়, কিন্ত এ সময় ডাকাতরা আশেপাশে কোথাও গা ডাকা দেয়।

এ ব্যাপারে ১৯ইং অক্টোবর শনিবার শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করতে গেলে অভিযোগ টি গ্রহণ করেন নি থানা কতৃপক্ষ। উপায়ন্তর না দেখে গাড়ির মালিক লোকমান হোসেন বাংলাদেশ সেনাবাহিনী, শিবপুর উপজেলা ক্যাম্প এ লিখিত অভিযোগ দাখিল করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ