বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও হুইল চেয়ার বিতরন সহ বিভিন্ন কর্মসুচি পালন

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং হুইল চেয়ার বিতরণ,প্রীতিফুটবল খেলা সহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে ।

২৬ শে মার্চ আজ সকালে শহিদ মুক্তিযোদ্ধা বেদির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা,জেলা পরিষদ ও সিভিল সার্জনসহ বিভিন্ন দফতর প্রধানরা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে, দুপুরে নরসিংদী শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মো: সামসুজ্জামান এর সভাপতিত্বে ও মোতাহার হোসেন অনিক মাষ্টারের সঞ্চালনায় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির অংশ হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

এ সময় নরসিংদীর জেলা পুলিশ সুপার আবদূল হান্নান, জেলা সিভিল সার্জন ডা: সৈয়দ আমিরুল ইসলাম শামীম,অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার উপ-পরিচালক মৌসুমী সরকার রাখি,অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) ফাজানা আলম, জেলা মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক তোফাজ্জল হোসেন মাষ্টার ।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)অন্জন দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন, নরসিংদী জেলা দুর্যোগ ও ত্রান পুর্নবাসন কর্মকর্তা মো: ইউনুছ মিয়া, নরসিংদী এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: ফুলকাম বাদশা, সড়ক ও জনপদ বিভাগ নিবার্হী প্রকৌশলী প্রকৌশলী রেজা ই রাব্বি, গনপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা, জেলা তত্বাবধায় ডা: মিজানুর রহমান,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভি, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিমুল হক,মোঃ সাজ্জাদ পারভেজ, রাফিউর রহমান, আসমাউল হুসনা পিংকি, মোঃ মেহেদী হাছান পাটোয়ারী, সারোয়ার আলম, নেপাল কান্তি দেব, মো: খালিদ হোসেন শিমুল, নওসিন জাহান, সামিনা তানী, নরসিংদী ইসলামী ফাউন্ডেশন এর উপ-পরিচালক ইউসুফ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অফিসার সেলিনা বেগম, নরসিংদী জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার অফিসার সুবর্ণা রানী সরকার, জেলা পরিবেশ অধিদপ্তর পরির্দশক আরিফা বেগম, নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজুয়ান হোসেন, নরসিংদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, নরসিংদী পৌর নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, নগর পরিকল্পনাবিদ সোহরাব হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা সুজিত কুমার সাহা, নরসিংদী সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহমেদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা, বীরমুক্তিযোদ্ধা রকিব মোল্লা, বীরমুক্তিযোদ্ধা লসকর মিয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা আরমান হোসেন, বীরমুক্তিযোদ্ধা সাদেক মিয়া, বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম মোল্লা সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপর দিকে সকালে নরসিংদী পরিষদে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আজ সকাল ১০টায় জেলা পরিষদে বীরমুক্তিযোদ্ধারদের সংবর্ধনায় নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে মহান মুক্তিযোদ্ধের বীর সন্তাদের মাঝে হুইল চেয়ার,ক্রেশ, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন এবং প্রতিবন্ধীদের খাবার বিতরন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল ওয়াহাব রাশেদ,জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী নুর এ ইলহাম, হিসাব রক্ষক কর্মকর্তা মো: রোমান মিয়া, নরসিংদী পৌরসভা জনস্বাস্থ্য ডা: সাজেদুল হক অপু, নরসিংদীর পল্লী বিদ্যু এর জিএম শেখ মনোয়ার মোর্শেদ ও ডিজিএম মো: জাহাঙ্গীর আলম, নরসিংদীর পল্লী বিদ্যু এর সদর ডিপুটি জেনারেল ম্যানাজার মোকতার হোসেন,নরসিংদী সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার হাদিউর রহমান, সদর উপজেলা প্রকৌশলী মো: আরজুরুল হক, নরসিংদী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, নরসিংদী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল সগির, নরসিংদী সদর উপজেলা প:প: কর্মকর্তা ডা: আবু কাউছার সুমন, উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল ইসলাম প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ