
নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গায় নীতিমালা লংঘন ও পরিবেশ আইনের তোয়াক্কা না করে আবাসিক এলাকা ও পাকা রাস্তা সংলগ্ন একই স্থানে গড়ে উঠছে অটো ও হাস্কিং ২টি রাইচ মিল। এতে ওই এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে। রাইস মিল ২টি বন্ধসহ মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাসহ পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও পথচারীরা।
সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, গাইবান্ধা টু রংপুর ভায়া নলডাঙ্গা পাকা রাস্তার পাশে জনবসতি এলাকায় একই স্থানে “মে/লিমন অটো রাইচ ও মে/লিমন চালকল নামে ২টি কারখানা নীতিমালা ভঙ্গ করে গড়ে তোলা হয়েছে।উল্লেখ্য যে,অটোমেটিক রাইচ মিলটির অন্তরালে মমিনুল ইসলাম নামে একটা ব্যক্তি আরেকটি হাস্কিং চালকল স্থাপন করছেন।
এ মিল ২টির বর্জ্যমিশ্রিত দুর্গন্ধযুক্ত পানি, কালো ধোঁয়া ও ছাই পার্শ্ববর্তী আবাসিক এলাকার আবাল বৃদ্ধ বনিতা,যাতায়াতকারী পথচারী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করছে। শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।এ ব্যাপারে গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের, পরিদর্শক ও সহকারী পরিচালককে জিজ্ঞাসা করলে তারা বলেন, এ অটোমেটিক এবং হাস্কিং রাইচ মিলের রংপুর অফিস থেকে ছাড়পত্র দেয়া হলেও মিল মালিক উল্লেখিত শর্তাবলী ভঙ্গ করছেন। তিনি ছাড়পত্রের শর্ত পুরনে সময় চেয়েছেন বলে এ প্রতিনিধিকে জানান। অন্যদিকে মিল মালিক সন্তোষজনক জবাব দিতে অনীহা প্রকাশ করেন।
অপরিকল্পিতভাবে খাদ্য অধিদপ্তরের ২০২৩ এর ধারা ৬ ও ৭ শর্তাবলী ভঙ্গ করে গড়ে ওঠা এ মিল দুটি বন্ধসহ আইনি ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, খাদ্য নিয়ন্ত্রক, গাইবান্ধা ও সংশ্লিষ্ট পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীসহ এলাকাবাসী।