বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাগেশ্বরীতে কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত

মোঃ রাশেদুল ইসলাম কচাকাটা (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প এর উদ্যোগে হ্যান্ডবল প্রতিযোগিতার মাধ্যমে দুঃসাহসী কিশোরীদল তৈরি করার উদেশ্যে হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কিশোরীদের দুই দলে বিভক্ত করে হ্যান্ডবল খেলা পরিচালনা করেন।

এসময় রতনপুর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকমিনুজ্জামান রয়েল, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনিকেল অফিসার ইলিয়াস আলী, ফিল্ড ফ্যাসিলিডেটর রেজিনা খাতুন, রায়গঞ্জ ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি আবু সাঈদ, কেশিয়ার এরশাদুল হক, অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারী শিক্ষক ওসমান গনি এবং বিদ্যালয়ের শিক্ষকরা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

হ্যান্ডবল খেলা শেষে বক্তারা কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের ভূমিকা অপরিসীম। তোমরা লেখাপড়া করে দেশের উন্নয়ন করবে এটাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। বিশেষ করে কিশোরীদের মনে সাহস যোগানোর জন্য হ্যান্ডবল খেলার আয়োজন করা হয়েছে। তোমরা বাল্যবিবাহ কে প্রতিরোধ করে সমাজ এবং দেশকে উন্নত করতে সাহায্য করবে করবে। বিয়ে করতে হলে ছেলেদের বয়স ২১ এবং মেয়ের বয়স ১৮ বিয়ের উপযোগী হবে তার আগে যদি কোনভাবেই বিয়ে হয় সেটা হবে বাল্যবিবাহ। আগামী (১৩ ফেব্রুয়ারি) উক্ত মাঠেই এই প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ