শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নাগেশ্বরীতে নাইট কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মোঃ রাশেদুল ইসলাম, কচাকাটা (কুড়িগ্রাম): কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাইট কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার নাগেশ্বরীর চড়াইখেলা ব্রিজ সংলগ্ন এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী পিংকি-বাচ্চু পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুস  সাত্তার মুহুরী (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি ভুরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী নুর ইসলাম জানায় দুর্ঘটনার সময় এলাকায় ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। আব্দুস  সাত্তার মুহুরী কুড়িগ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। চড়াইখেলা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পিংকি-বাচ্চু পরিবহনের বাসটি তাকে সজোরে ধাক্কা দেয়। বাসের চাকার নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা  জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটিকে জব্দ করেছে এবং মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সঠিক কারণ নির্ধারণে আরও তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, চড়াইখেলা ব্রিজ এলাকা বরাবরই দুর্ঘটনাপ্রবণ। বিশেষ করে শীতকালে ঘন কুয়াশার কারণে এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী যানবাহন চলাচলে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।

ঘন কুয়াশার সময় রাস্তায় চলাচলে চালকদের আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করে স্থানীয় সচেতন মহল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *