মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে ও ওপর একজন গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সিংড়া উপজেলার জোরমল্লিকা গ্রামের দুলালী বেগম (৩৫) তার স্বামী মো. রইচ উদ্দিন ও সন্তানদের ওপর অভিমান করে গ্যাসের ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়। বুধবার সকাল সাড়ে দশটার দিকে দিকে তিনি এ ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন জানার পরে দ্রুত ওই গৃহবধুকে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে বুধবার সকাল দশটার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের বিক্রমপুর গ্রামে রোজিনা বেগম রোজী (২৮) তার স্বামী জুয়েলের বাড়ির শয়নকক্ষে বুধবার সকাল দশটার দিকে গোলায় ফাঁস দেয়।পরে রোজিনার মেয়ে চাঁদনী (১১) সাড়ে দশটার দিকে তাহার মাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। পরে লোকজন এসে তাকে দেখে নামিয়ে দেখে তিনি মারা গেছেন।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রোজিনার মৃত্যুর বিষয়ে তার বাবার বাড়ির পরিবারের লোকজনের সন্দেহ আছে বলে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়, তাদের ধারণা রোজিনাকে মেরে হয়তো ঝুলিয়ে রাখা হয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, গৃহবধূ দুলালীর লাশটি তাহার পরিবারের লোকজনের অনুরোধে লাশটি হস্তান্তর করা হয়েছে। রোজীনার লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।