সোমবার, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নাটোরে দফায় দফায় সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ

মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন শিক্ষার্থী গুলিবিদ্ধসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় নাটোর শহর থমথমে বিরাজ করছে।

এছাড়া শহরের মাদ্রাসা মোড় এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান নেন। যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার শহরের মসজিদ মার্কেট এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ পরির্দশক রফিকুল ইসলাম, গুলিবিদ্ধ শিক্ষার্থী রাহীসহ রুদ্র, সোহান, ফাহাদ আহত হয়েছেন।

জানা যায়, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেট এলাকায় অবস্থান নিলে ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী রাহী গুলিবিদ্ধ হয়। এবং একজন পুলিশ পরির্দশকসহ ৫ জন গুরুতর আহত। গুলিবিদ্ধ আহত শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে শহরে অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছে। মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থানে রয়েছে।

অপরদিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। পুলিশ বিপরীত দিকে অবস্থানে নেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *