
মো. মনজুরুল ইসলাম, নাটোর: নাটোরের নলডাঙ্গার অবৈধ কারেন্ট জাল বিক্রি ও বিলের বিভিন্ন এলাকায় অবৈধ চায়নাদুয়ারী জাল দিয়ে পোনা মাছ শিকারের অপরাধে তিনজকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় লক্ষাধিক টাকার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার দুপুরে নলডাঙ্গা হাট ও উপজেলার মহিষমারি এলাকায় অভিযান পরিচালনা করে এ জালগুলো জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, নলডাঙ্গা সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. আল ইমরান আহমেদসহ অনেকে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, নলডাঙ্গা হাটে অভিযান পরিচালনা করে প্রায ৩৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৭০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় ৩ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলার মহিষমারি এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা মূল্যের ২২০ মিটার চায়নাদুয়ারী জাল, ১০ হাজার টাকা মূল্যের ৫০০ মিটার বানা ও ৫০ কেজি মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো তিনটি মাদরাসায় বিতরণ করা হয়। জব্দ করা লক্ষাধিক টাকার জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।