
মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরের কসবা উচ্চ বিদ্যলয়ের নবনির্বিত চারতলা ভিত বিশিষ্ট এক তলা ভবন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে নাটোর সদরের কাফুরিয়া ইউনিয়নের কসবা উচ্চ বিদ্যলয়ের ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যায়ে নবনির্বিত চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবন এর শুভ উদ্বোধন করেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম শিমুল।
এ সময় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশল শিক্ষা প্রকৌশল মো. আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য দীলিপ কুমার দাশ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু , জেলা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম আকরাম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল সাকিব বাকী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল আজম স্বপন, থানা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আলমগীর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, কাফুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম, কসবা উচ্চ বিদ্যালয়ের সভাপতি লুৎফর রহমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভবন উদ্বোধন এর আগে আব্দুল হামিদ সড়কের উদ্বোধন করা হয়।