
শফিউল জুয়েল, (নান্দাইল) ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুরাদ ভুইয়া (১৭) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি নান্দাইল পৌরসভার ট্রাকচালক ও পৌরসভার কাকচর এলাকার তোফাজ্জল ভুইয়ার ছেলে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের চন্ডিপাশা হাইস্কুল মাঠ সংলগ্ন নেতা চত্ত্বর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মুরাদ নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত আছেন।
জানা যায়, মুরাদসহ তার আরও বেশ কয়েকজন সঙ্গী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রচারণায় লিফলেট বিতরণ করছিলেন। বিকাল থেকে প্রচারণা শুরু করলে বেশ কয়েক জায়গায় তারা বাঁধার সম্মুখীন হন। এক পর্যায়ে চন্ডিপাশা হাইস্কুল খেলার মাঠ সংলগ্ন রাস্তায় তিনি দুর্বৃত্যদের ছুরিকাঘাতের শিকার হন।
গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুরাদ ভুইয়াকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালামের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ ময়নাতদন্ত করে নান্দাইলের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। শনিবার আছর নামাজ বাদ চণ্ডিপাশা হাইস্কুল খেলার মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, আগামী ৫ জুন নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগেরই ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য দলের কোনো প্রার্থী নির্বাচনে অংশ নেননি। সম্প্রতি নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতীকের প্রার্থী এমদাদুল হক ভুইয়া ও দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহানের সমর্থকরা। নির্বাচনে এমন উত্তেজনার মধ্যে হত্যাকান্ডের ঘটনা ঘটায় সাধারণ ভোটারদের মধ্যে ভীতিকির পরিস্থিতি বিরাজ করছে।