
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ শাহানকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সেতাবগঞ্জ চৌরাস্তায় ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ শাহানের নিজস্ব দোকানে এসে এক ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “একজন জনপ্রতিনিধিকে প্রকাশ্যে অপমান ও প্রাণনাশের হুমকি দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন, চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ শাহান সব সময় ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। তার মতো একজন জনপ্রতিনিধিকে হেনস্তা করা মানে জনগণের মর্যাদাকে হেনস্তা করা।
এ সময় বক্তারা প্রশাসনের কাছে আহ্বান জানান, ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে এবং জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।