শুক্রবার, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

নালিতাবাড়ীতে রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধুর

এ এম আব্দুল ওয়াদুদ, (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুতস্পর্শে নিশাত খাতুন (২৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের ফটিয়াকান্দি গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত নিশাত খাতুন ওই গ্রামের কাওসার মাহমুদ সুজনের স্ত্রী ও এক সন্তানের জননী।

জানা গেছে, প্রতিদিনের মতো গৃহবধূ নিশাত সকাল ৯টার দিকে ঘরের টেবিলের উপর রাখা রাইস কুকারে ভাত রান্না করছিলেন। এক পর্যায়ে তিনি বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন না করেই টেবিল থেকে রাইস কুকার নামাতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এমতাবস্থায় তার ননদ আফরোজা আক্তার বিউটি তাকে দেখতে পেয়ে বাড়ীর লোকজনকে খবর দেন। পরে লোকজন নিশাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানান, বিদ্যুত স্পর্শে গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া পরিবারের পক্ষ থেকে আবেদনর প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *