শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিবন্ধন বাতিল করে আ’লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: খায়রুল কবির খোকন

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী : নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রল কবির খোকন।

শনিবার বিকালে নরসিংদীর চিনিশপুরে ছাত্র-জনতার আন্দোলনে নিহত স্কুলছাত্র তাহমিদ ভুইয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে এ দাবির কথা বলেন খোকন।

তিনি আরও বলেন, এ দেশে আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার আর নেই। তারা গণহত্যাকারী, তাদের বিরদ্ধে এদেশের লক্ষ কোটি জনগণ। তারা আত্মগোপন করেছে, আত্মগোপন করেও তারা বাঁচতে পারবে না। বর্তমান অন্তবর্তীকালীন সরকার তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন এ বিশ্বাস আমাদের আছে। যত দ্রত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের আহবানও জানান তিনি।

খায়রল কবির খোকন নিহত স্কুলছাত্র তাহমিদ ভুইয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবারকে আর্থিক সহায়তা দেন।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, গোলাম কবির কামাল, ফারক উদ্দিন ভুইয়া, মহসিন হোসেন বিদ্যুৎ, চিনিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, শহর যুবদল নেতা সুমন চৌধুরী, ছাত্রদল নেতা আব্দুর রউফ ফকির রনি প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ