
রকিবুজ্জামান, মাদারীপুর: মাদারীপুরের ডাসারে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ডাসারের কাজীবাকাই ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কাজীবাকাই ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল জলিল মোড়লের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর মোহাম্মদ হাওলাদার।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডাসারের প্রোগ্রাম অর্গানাইজার এম. ফজলুল হক স্বাগত বক্তব্য শেষে কর্মশালাটি উপস্থাপনা করেন।
কর্মশালায় পাওয়া পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আগতদের মাঝে বিভিন্ন বিষয় তুলে ধরেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম মাদারীপুরের সাইকোসোশ্যাল কাউন্সিলর শাহিনা আক্তার।
এসময় এলাকার বিদেশ ফেরত ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।