
নবীনগর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি : হাজার হাজার মানুষের সমর্থন আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকার প্রার্থী ফয়জুর রহমান বাদল।অতীত কর্মকাণ্ডের কারণে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ব্যাপক জনপ্রিয় তিনি। আন্তরিকতা, মেধা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে কাজ করে এই আসনকে আওয়ামী লীগের একটি শক্তিশালী দুর্গ হিসেবে গড়ে তুলেছেন তিনি।প্রতীক বরাদ্দের পর আজ সোমবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আলীয়াবাদ বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন ও পথসভায় অংশগ্রহণ করেন ফয়জুর রহমান বাদল। পরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর নিজ গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তিনি। এ উপলক্ষে গোপালপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এক পথসভা অনুষ্ঠিত হয়।পথসভাটি কানায় কানায় মানুষের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয়।
নিজ গ্রামের সকলের কাছে কৃতজ্ঞতা ও দোয়া চেয়ে আগামী ৭ জানুয়ারি মা-বোনদেরকে নিয়ে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল। তিনি বলেন,এই নির্বাচনে একজন রাজমিস্ত্রি আমাকে ২ হাজার টাকা দিয়েছেন এটা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। এছাড়াও প্রতিটি ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষ আমাকে বলেছেন, একটা টাকাও যেনো আমি এই নির্বাচনে খরচ না করি।
আলিয়াবাদ পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান,গোপালপুরের পথসভায় সভাপতিত্ব করেন শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিঃ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নায়েক শাহ্ আলম,শ্রীরামপুর পথসভায় সভাপতিত্ব করেন শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ স্বপন।
বিভিন্ন পথসভায় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিঃ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নিয়াজ মোহাম্মদ খান,পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহাম্মেদ,জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শাহরিয়ার বাদল,আওয়ামী লীগ নেতা মুস্তাফা জামাল ,সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক,আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন সিদ্দিক টিটু,সাবেক জেলা পরিষদ সদস্য আবুল হোসেন আজাদ,,চেয়ারম্যান জসিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক জিএস খাইরুল আমিন,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান,উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম,সাধারাণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন,সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সালাউদ্দিন বাবু, সদস্য সচিব রঞ্জন সাহা,ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আল রুমান,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন,খলিল পরদেশী, যুবলীগ নেতা আমির মোহাম্মদ হোসেন,শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উসমান প্রমুখ।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে শৃংখলার সঙ্গে জনগনকে ভোট কেন্দ্রে নিয়ে আসা এবং নৌকার বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান উপস্থিত বক্তারা।












