
নিজস্ব প্রতিবেদক:
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্ভর্তিকালীন সরকার গঠন করা হয়।
এই সরকারের প্রধান লক্ষ্য দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় এনে একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও সবার অংশগ্রহনে মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা।
সেই নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য নির্বাচন কমিশন নিয়োগের লক্ষ্যে অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরে সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২ এর বিধান অনুযায়ী এ সার্চ কমিটি গঠন করা হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান করে গঠিত সার্চ কমিটিতে সদস্য হিসেবে আছেন প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুননেসা তাহমিদা বেগম।
এ ছাড়া আইন অনুযায়ী পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুসন্ধান কমিটির প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার অনুযায়ী দায়িত্ব ও কার্যাবলি সম্পাদন করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনে সাচিবিক সহায়তা দেবে।