শাহ্ সোহানুর রহমান, রাজশাহী: ফ্যাসিবাদ সরকার দীর্ঘ ১৫ বছর আমাদের ওপর যেরকম নির্যাতন করেছে, জাগ্রত থাকার মাধ্যমে ফ্যাসিবাদ চিরতরে দূর করতে হবে। আর নির্যাতিত শ্রমিক থাকতে চাই না, মাথা উঁচু করে বাঁচতে চাই।
শনিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর তেরোখাদিয়া এলাকার এক মিলনায়তনে শ্রমিক সমাবেশে শ্রমিক নেতারা এসব কথা বলেন।
জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া উত্তর থানা শাখার পক্ষ থেকে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনটির বোয়ালিয়া উত্তর থানা শাখার সভাপতি মাসুদ রানা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। প্রধান আলোচক ছিলেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর মো. সিরাজুল ইসলাম, বোয়ালিয়া উত্তর থানা শাখার সিনিয়র সহঃ সভাপতি রফিক উদ্দিন আহমেদ সেন্টু, সেক্রেটারি আবু তোয়াব মালা, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মানিক, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক প্রমুখ।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, আমরা বেশিকিছু চাই না। আমরা শুধু তিন মুঠো ভাত খেয়ে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের হক বুঝিয়ে দিতে হবে। আমাদের অধিকার ফিরিয়ে দিন। যদি মনে করেন, শ্রমিকরা চুপ করে বসে থাকবে, এটা ভুল ধারণা। গত আন্দোলনেও শ্রমিকদের ভুমিকা ছিল। যা অস্বীকার করার উপায় নেই।
একজন শ্রমিক বলেন, পৃথিবীতে সাড়ে সাত হাজারের ওপর ভাষা আছে, অনেক জাতি আছে। এরমধ্যে আওয়ামী লীগ আলাদা একটা জাত, এরা খচ্চর জাত৷ খান্নাস জাত। খান্নাস মহিলা ছিল হাসিনা। মুর্খ একটা জাত হলো আওয়ামী লীগ। ভারতের মুখ্যমন্ত্রী সরকার এই দেশের ক্ষমতায় ছিল।
এ সময় সংগঠনটির নেতারা বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। এজন্য সবাইকে একসঙ্গে সবাই কাজ করতে হবে। দলবদ্ধভাবে কাজ করতে না পারলে কোনো কিছু হাসিল করা সম্ভব নয়। শ্রমিকদের রুজিটা হালাল, কোনো হারাম নাই। এজন্য আমাদের জান্নাতে যাওয়া সহজ। সমাবেশে রিকশাচালক, দিনমজুর, দোকানদারসহ অন্যান্য শ্রমিকরা উপস্থিত ছিলেন।