খাঁন মো. আ. মজিদ
বাংলাদেশের ফুল তুমি
সর্বলোকে জানে
রক্ত দিয়ে প্রমান করলেন
দিলেন এই জীবন (২) হায়রে
১৯৭৫ সালের ১৫ই আগস্ট
কালো রাতের কালো আঁধারে
নিষ্ঠুর ঘাতকেরা গুলি করে
মুজিবের প্রাণ নিল কেড়ে (২)
তোমার কথা মনে হলে
ভাসি নয়নের জ্বলে রে
বাংলা ভাষায় কথা বলে
মোদের প্রাণ জুড়ায়রে (২)