
ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা: নীলফামারীতে এলিয়েন সদৃশ্য একটি ছাগলের বাচ্চার জন্ম হয়েছে।
আজ (০৮ নভেম্বর-২২) মঙ্গলবার সকালে বাচ্চাটির জন্ম হয়। অর্ভুত এই ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলার নীলফামারী ( নটখানা) বালা পাড়া এলাকায় প্রাইভেট কার চালক ও স্বাস্থ্য সেবিকা পরিমল রায় ও আরতী রানীর বাড়িতে ।
অর্ভুত এলিয়েন ছাগলের বাচ্চাটিকে দেখতে ভীর জমায় দূর-দুরান্ত থেকে দেখতে আসা উচ্ছুক জনতা।
এলিয়েন ছাগলের বাচ্চার মালিক আরতী রানী জানায় ছাগলটির প্রথম এই দুটি বাচ্চা জন্ম গ্রহণ করেন আজ সকালে তবে একটি বাচ্চা দেখতে স্বাভাবিক হলেও অন্য বাচ্চাটি দেখতে একটু এলিয়েন এর মতো তবে আমি বাচ্চাটিকে নিয়ে একটু চিন্তিত কারন বাচ্চাটি বেঁচে থাকবে কি না আর বাচ্চাটিকে দেখতে দূর থেকে দেখতে আসছে উচ্ছুক জনতা।
বাচ্চা টিকে দেখতে আসা কয়েকজন জানান আমরা এই প্রথম এলিয়েন এর মতো একটি ছাগলের বাচ্চা দেখলাম।এদিকে ডিমলা থেকে দেখতে আসা অটো চালক সবিলাশ চন্দ্র দাস জানায় আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সকালে এবিষয় টি জানার পর আমি দেখতে আসি কারণ কিছুদিন আগে ও নীলফামারীতে আরো একটি ছাগলের বাচ্চা ভিন্ন আকৃতি নিয়ে জন্ম নিয়েছিল।
এবিষয়ে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইব্রাহিম তালুকদারের সাথে কথা হলে তিনি জানান বিষয়টি আমি সকালে শুনলাম তবে এখনো আমি বাচ্চাটিকে দেখতে যেতে পারিনি।












