
মো. সাইফুল ইসলাম, নীলফামারী: নীলফামারীর সদরে মোখলেছার রহমান (৫৯) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রামনগরের বেরুবন্দ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোখলেছার রহমান রামনগর চরচড়া বাড়ী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধ রাতে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময়ে বেরন্দবাজার এলাকার একটু দূরে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তার গোঙানির শব্দ শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভিকটিমের ছেলে একটি মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।