মো. সাইফুল ইসলাম, নীলফামারী: নীলফামারী সদর উপজেলা নগর দারোয়ানী স্কুল অ্যান্ড কলেজের ক্লাস বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
রোববার বিদ্যালয় প্রাঙ্গণে দুর্নীতিবাজ, স্বেচ্ছাচারী, নিয়োগ বাণিজ্য ও স্বৈরাচারের দালাল- এসব অভিযোগ এনে প্রধান শিক্ষক মোকলেসুর রহমান ও তার দোসর সভাপতি আবু সুফি সবুজের বিরুদ্ধে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিগত চার বছরে স্কুলের আয়-ব্যয় হিসাব এবং প্রতিষ্ঠানের ফান্ডে থাকা অর্থসহ ব্যাংক স্ট্যাটমেন্ট উপস্থাপন করতে হবে। এছাড়াও অবৈধ নিয়োগ ও মেয়াদউত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে শিগগির নতুন কমিটি গঠন করে স্কুলের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি তুলেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, শিক্ষকদের প্রতিদিনের হাজিরা খাতা এবং ক্লাস রুটিন করে শিক্ষকদের ক্লাস পরিচালনা ও কর্মপরিকল্পনা রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি নেয়া যাবে না ও অফিস কক্ষের বাহিরে নোটিশ বোর্ডে তিন থেকে ছয় মাসের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে। স্কুলের কল্যান তহবিল হতে গরিব ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ এবং শিক্ষা সামগ্রী প্রদান করতে হবে। বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় নৃত্য, অংকন, তর্ক-বিতর্ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা স্কুলে ক্যান্টিন, লাইব্রেরি, শিক্ষার্থীদের কমন রুম ও শিক্ষাসফরে স্কুল তহবিল হতে ২০ শতাংশ ভর্তুকী দেয়াসহ নানান দাবি সমাবেশে তুলে ধরেনে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরো জানায়, আমরা যে দাবিগুলো স্যারদেরকে জানিয়েছি এগুলো আমাদের ন্যায্য দাবি। এই দাবিগুলো না মানা পর্যন্ত আমরা শ্রেণি কার্যক্রম বন্ধ রাখবো।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মাত্র শুনলাম। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।