
ভবদিশ চন্দ্র, (নীলফামার) জলঢাকা প্রতিনিধি: নীলফামারীতে ব্র্যাকের আলট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের সহযোগিতায় বাহালীপাড়া ভিতরবন্দ গ্রাম সামাজিক শক্তি কমিটি র আয়োজনে হত দরিদ্র সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাহালীপাড়া চৌধুরীবাজার ভিতরবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাহালীপাড়া গ্রাম সামাজিক শক্তি কমিটির ৩৫৭ শতাধিক অতি দরিদ্র নারীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
অত্র কমিটির সভাপতি মো. আশিকুল ইসলাম এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহালীপাড়া গ্রাম সামাজিক শক্তি কমিটির সাধারন সম্পাদক মোঃ বাবুল হোসেন,স্বাস্থ্য ও সমাজ সেবা সম্পাদক এনামুল হক।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,নীলফামারী জোনের জোনাল ম্যানেজার মো. আব্দুর রহিম,আঞ্চলিক ব্যবস্থাপক খাজা শাহিদুর রহমান, মো. শফিকুল ইসলাম,সিনিয়র টেকনিক্যাল অফিসার বিধান মল্লিক, শাখা ব্যবস্থাপক রেবা সুলতানা, কর্মসূচি সংগঠক অতীন্দ্রনাথ রায়, দিলারা বেগম, উমামা খন্দকারসহ সাধারন সদস্য আনিসুর ইসলাম, ফাতেমা, রহিমা, শিউলি প্রমুখ।