মেহেদী হাসান; নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায় দূর্গাপুর থানার অফিসার ইনর্চাজ(ওসির) তত্ত্বাবধানে দূর্গাপুর থানা-পুলিশ ভারতীয় মদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
জানা যায়, সীমান্তবর্তী দুই উপজেলা কলমাকান্দা এবং দূর্গাপুর উপজেলায় মাদকের সয়লাব।
এই দুই উপজেলায় ইয়াবা,ভারতীয় মদ সহ বিভিন্ন ধরনের মাদক বিভিন্ন উপজেলায় রপ্তানি করা হয়।
এরই লক্ষ্যে নেত্রকোণা জেলার দক্ষ এবং বিচক্ষণ পুলিশ সুপার ফয়েজ আহমেদ যোগদানের পর থেকেই মাদকের বিশেষ অভিযান চালিয়ে আসছে এবং প্রতিনিয়ত বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং তার সংঙ্গে জড়িত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হচ্ছে।
এ প্রসংঙ্গে জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই প্রত্যয় নিয়েই আমার পুলিশ প্রতিটি থানায় মাদকের বিশেষ অভিযান অব্যাহত রেখে মাদক রোধকল্পে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, আসুন আমরা মাদককে না বলি এবং সুন্দর একটা সমাজ গড়ি।
মাদকের সয়লাব এই জেলাকে অনেকটাই নিন্মে নিয়ে আসছি আশা করি ইতিমধ্যে এই জেলায় মাদককে নির্মূল করার লক্ষ্যে জিরো টলারেন্স করবো ইনশাআল্লাহ।