বুধবার, ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি ইজারাদারদের

মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: নেত্রকোনার গোমাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বালুমহালের ইজারাদার আরিফ খান।

মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা সদরের বোবাহালা বাজার এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখলেছ মণ্ডল, জুয়েল মিয়া, যুবদল নেতা ইমাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লিখিত বক্তব্যে ইজারাদার আরিফ খান বলেন, “নেত্রকোনার মধ্যে বৈধভাবে অনুমোদিত একমাত্র বালু ঘাটটি হলো বোবাহালার গোমাই নদীর এই বালুমহাল। আমি সরকারি বিধি মোতাবেক ইজারা গ্রহণ করে এখানে বালু উত্তোলন করছি। কিন্তু কিছু অসাধু চক্র ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, “একটি সংঘবদ্ধ চক্র প্রশাসনের নজর এড়িয়ে জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে নদী থেকে বালু তুলে বিক্রি করছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে এবং নদীতীরবর্তী বসতবাড়ি হুমকির মুখে পড়ছে।”

আরিফ খান জানান, এ বিষয়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তবে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যা উদ্বেগজনক।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “অবৈধ বালু উত্তোলন ও বিপণন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বৈধ ইজারাদার হিসেবে আমার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।”

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ